How to believe in Yourself by Jim Cathcart

ডিএসবি'র হোমওয়ার্ক

কে আমি?
কি চাই আমি?
আমার নিজের ভ্যালু টা কি আমি জানি?
আমার পছন্দ অপছন্দ কি আমি জানি?
কি আছে আমার মাঝে যেটা দিয়ে আমি সাধারণ থেকে অসাধারণ হতে পারি???

এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের জানা???

একটা ও আমার কথা না, বলছিলাম Jim Cathcart এর কথা যা তিনি তার একটি মোটিভেশনাল ভিডি ও How to believe in Yourself তে বলেছেন.

তিনি একজন আমেরিকান উদ্যোক্তা,মোটিভেশনাল স্পীকার এবং লেখক।।। শুধু কি তাই, বেস্ট সেলিং বইগুলোর মাঝে আছে তার বই এবং তার মোটিভেশনাল স্পীচ সেরা র‍্যাংকিং এ থাকে।।।

শুরু থেকেই কি তার জীবন এতটা ই সাকসেসসুল???

না…

তিনি কিন্তু মেনে ই নিয়েছিলেন জীবন এমন ই। বাবা একটা ফোন কোম্পানি তে জব করেন, তিনি ও তাই করে। খুব সাধারণ ভাবেই কাটছিলো জীবন৷ জব, ফ্যামিলি সব ই চলছিলো নরমাল নিয়মে।

হঠাৎ একদিন পাশের রুমে রেডি ও তে একটা ভয়েস শুনতে পান, সেটি ছিলো Earl Nightingale এর বক্তৃতা। সেখানে তিনি বলছিলেন যে প্রতিদিন কেউ যাদি এক্সট্রা মাত্র ১ ঘন্টা সময় দেন কোন কাজের পিছনে বা কিছু জানার পিছনে তাহলে ৫ বছরে তিনি সেই বিষয়ে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ হতে পারবেন৷ এই একটা কথা Jim cathcart এর মনে অনেক বেশি ইফেক্ট ফেলে এবং তিনি তৎক্ষনাৎ ভাবেন যে রেগুলার এক্সট্রা ১ ঘন্টা করে তিনি যদি ১২৫০ ঘন্টা সময় দেন নিশ্চয়ই কিছু একটা করতে পারবেন।। তখন থেকে তিনি স্পীকার হওয়ার কথা চিন্তা করেন এবং এখানে ই লেগে থাকেন। ২ বছর পর ১৯৭৪ সালে তিনি একজন মোটিভেশনাল স্পীকার হন এবং সেই সময় তিনি Earl Nightingale এর কোম্পানি থেকে ট্রেইনিং ম্যাটেরিয়াল নিয়ে বিক্রি করতেন৷ এতটা নিয়মিত এবং ডেডিকেটেড তিনি ছিলেন যে ১৯৮৪ সালে, উল্টো নাইটিংগেল এর কোম্পানি জিম ক্যাথকার্ট এর কোম্পানির ট্রেইনিং ম্যাটেরিয়াল নিয়ে বিক্রি করতে শুরু করেন এবং জিম ক্যাথকার্ট এর প্রথম অডিও এলবাম বিক্রি করে ৩.৫ মিলিয়ন ডলার আয় করেন।
মানুষ চাইলে কি না পারে, শুধু চাওয়ার মত করে চাইতে হবে এবং লেগে থাকতে ই হবে।

তিনি ভিডি ও টি তে বিভিন্ন ভাবে এটিই আমাদের বুঝানোর চেষ্টা করেছেন যে আমরা কি চাই তা আগে আমাদের খুজে বের করতে হবে এবং তার পিছনে সময় দিতে হবে রেগুলার৷ ১ ঘন্টা না এক্সট্রা ৩০ মিনিট সময় দিলেও ২ বছর এ তিনি সেই ফিল্ডে সেরা হতে পারবেন।৷

আমাদের প্রত্যেকের একটা রুট আছে, আমাদের জিনগত ভাবে আমরা একটা শিকড় থেকে এসেছি৷ কিন্তু জীবন টা সেখানেই থেমে থাকতে পারে না৷

আমরা লাইফ এ কাউকে ফলো করতে পারি৷ হতে পারে আমাদের বাবা মা৷ আমাদের শিক্ষক, আমাদের মেন্টর বা সফল কেউ। তার মত হতে চাইতে পারি আমরা কিন্তু কাজ করতে হবে।।।

কি কাজ???

যা আমাদের ভেতরে আছে। সৃষ্টিকর্তা আমাদের সবার ভেতরে এমন একটা গুণ দিয়েছেন যার জন্য আমরা যে কোন কাজে ই সেরা হতে পারি শুধু রেগুলার থেকে।

তার জন্য দরকার শুধু নিজের প্রতি রেসপেক্টনেস আনা, যার জন্য আমরা বিশ্বাস করতে পারি যে আমরা ও পারবো, অবশ্যই পারবো।। এবং হ্যা অবশ্যই খুজে বের করতে হবে আমরা কি পারবো, আমাদের জানতে হবে আমরা কি পারি বা কোথায় সময় দিয়ে লেগে থাকতে পারবো।

এই দুই কাজের সমন্বয় ই পারে আমাদের সেরা করে তুলতে যে কোন ফিল্ড এ।

আমরা একজন ও যদি এভাবে পরিবর্তন হই তাহলে আমাদের সাথে পরিবর্তিত হবে আমাদের চারপাশের পরিবেশ৷ বদলে যাবে পৃথিবী।। ভালো কিছু করার দায়িত্ববোধ থেকে হলে ও আমাদের কিছু ভালো করা উচিৎ।

আমাদের Razib Ahmed স্যার ও তার মোটিভেশনাল পোস্ট গুলোতে বা রাইটিং পোস্ট এর অনেক পোস্ট এ ই নিয়মিত লেগে থাকার কথা বলেছেন। ইভেন আমি নিজে কিন্তু স্যার এর এই পোস্ট গুলো পড়ার পর থেকে নিজের জীবনের মিনিং খোজার চেষ্টা করেছি। এবং লেগে থাকতে পারছি এজন্যই কারণ আমি সিরিয়াসলি নিয়েছি স্যার এর কথা গুলো।।। আমার মনে হয়েছে স্যার তার বাবা চলে যাওয়ার দিন ও যদি আমাদের জন্য রাইটিং পোস্ট কনটিনিউ করেন আমরা তো তাহলে এর থেকে খারাপ পজিশন এ নেই। কেন আমি পারবোনা। সেই থেকে আমি অযুহাত কে বিদায় দিয়েছি।

জীবন টা কদিনের, এই কদিন সময় পরে জীবনের শেষ৷ কি রেখে যাবো এখানে? এই একটা কথা ভাবলে ও মনে হয় যেন কিছু করতে হবেই হবে। হ্যা, স্যার এর একটা পোস্ট এ এমন একটা কথা ও দেখেছিলাম, খুব ভাবিয়েছিলো আমাকে। তখন আমার ও মনে হয়েছিলো আমি কি রেখে যাবো৷ কজন চিনে আমাকে৷ এইসব চিন্তা গুলো আমাদের মাঝে ধারণ করলেই কিছু করার তাড়না থেকে বের হওয়া যায়না।। আর হ্যা সময় এখন ই, নিজেকে নিয়ে ভাবুন, প্রতিটা মানুষের ভেতর অবশ্যই ক্রিয়েটিভ শক্তি আছে, সেই শক্তি কে কাজে লাগিয়ে কিছু করতেই হবে৷ পারবো আমরা, পারতে ই হবে।।। নিজেকে গুরুত্ব দিতে হবে৷ নিজেকে ভ্যালুয়াবল ভেবে নিজের ভ্যালুকে সবার সামনে এনতে হবে।

সফলতা??? এই যে নিজের ভেতরের শক্তি সবার সামনে আনুন,, সেটা ই হবে সফলতা….. মানুষ চাইলে সব পারে শুধু ডেডিকেশন দিয়ে নিয়মিত লেগে থাকা প্রয়োজন। সফলতা আসবেই।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments